৪০ ভাগ জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় বসছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টদের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় বসতে যাচ্ছেন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী শুক্রবার তিনি দেশটির ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। ইতোমধ্যে ওয়াশিংটনে তার বিরুদ্ধে বিক্ষোভ চলছে। শুক্রবারও বিক্ষোভ অব্যাহত থাকবে বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন/ওআরসি’র জরিপে দেখা গেছে, বর্তমানে ট্রাম্পের জনপ্রিয়তা মাত্র ৪০ ভাগ যা ২০১২ সালে প্রেসিডেন্ট ওবামার জনপ্রিয়তার চেয়ে ৪৪ ভাগ কম।
জরিপে দেখা যায়, গত তিনজন প্রেসিডেন্টের শপথ নেওয়ার সময় যে পরিমাণ জনপ্রিয়তা ছিল তার চেয়ে গড়ে ২০ ভাগ কম আছে ট্রাম্পের। ২০০৯ সালে প্রেসিডেন্ট ওবামা যখন শপথ নেন তখন তার জনপ্রিয়তা ছিল ৮৪ ভাগ। ১৯৯২ সালে বিল ক্লিনটনের প্রতি ৬৭ ভাগ মানুষের সমর্থন ছিল এবং ২০০১ সালে জর্জ ডাব্লিউ বুশকে পছন্দ করতেন ৬১ ভাগ মার্কিনী। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন কিনা তা নিয়েও মানুষের মনে আশঙ্কার জন্ম দিয়েছে। ৫৩ ভাগ মানুষ তার প্রেসিডেন্সি নিয়ে অনাস্থা প্রকাশ করেছেন। তারা বলছেন, নির্বাচনে জয়ের পর থেকে ট্রাম্প যেসব বিবৃতি দিয়েছেন এবং কাজ করেছেন তাতে তার প্রতি মানুষের আস্থা রাখা কষ্টকর।
৪৮ ভাগ মানুষ মনে করেন, ট্রাম্প ভালভাবেই ক্ষমতা পরিচালনা করতে পারবেন। তবে ৪৮ ভাগ মনে করেন, ট্রাম্পের ক্ষমতা পরিচালনার মান হবে নিম্নমানের। বাকিরা কোনো মন্তব্য করেননি। রিপাবলিকান সমর্থক সিয়েন ডাফি মনে করেন, ট্রাম্প যেভাবে মিডিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন তাতে তার ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। নির্বাচনে জয়ের পর যারা মনে করতেন ট্রাম্প ভাল করবেন তাদের সংখ্যা ৫ ভাগ কমেছে। আর ট্রাম্পের প্রতি অনাস্থা প্রকাশ করতেন এমন আমেরিকানদের সংখ্যা ১০ ভাগ বেড়েছে।