সব

শপথ অনুষ্ঠানেই ট্রাম্পকে হত্যার হুমকি!

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 20th January 2017at 6:45 pm
55 Views

25আন্তর্জাতিক ডেস্কঃ শপথ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছেন ডোমিনিক জোসেফ পোপলো (৫১) নামে ফ্লোরিডার এক নাগরিক।

টুইট বার্তায় ট্রাম্পকে হত্যার হুমকি দেন তিনি। পুলিশ জানিয়েছে, হুমকি দেয়ার পরপরই ডোমিনিক জোসেফকে গ্রেফতার করা হয়েছে।

মিয়ামি বিচ পুলিশ ডিপার্টমেন্টের বরাত দিয়ে মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যম ইএফই জানায়, ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেন ডোমিনিক জোসেফ। সেখানে তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে হবু প্রেসিডেন্ট ট্রাম্পকে আমি হত্যা করব।

বুধবার বিচার বিভাগীয় কর্মকর্তারা জানান, পোপলোকে মিয়ামি আদালতে বিচারক মিনডি গ্লেজারের সামনে আনা হয়। পোপলো মানসিকভাবে সুস্থ আছেন কি না তা পরীক্ষার জন্য নির্দেশ দেন তিনি।

পোপলোর আইনজীবী অবশ্য বলেছেন, তার মক্কেল মানসিকভাবে অসুস্থ।

 

 

 


সর্বশেষ খবর