সব

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, কথিত প্রেমিক আটক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 20th January 2017at 8:35 pm
48 Views

27এস. এম. মনিরুজ্জামান মিলনঃ ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশমালিপাড়ায় সাবিত্রি রানী (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বাড়ির পাশের নদীর ধারে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কথিত প্রেমিক ভোলানাথকে (২৩) আটক করেছে পুলিশ। আটককৃত ভোলানাথ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ডাবতলী গ্রামের রামপ্রসাদের ছেলে বলে জানা গেছে।

সাবিত্রির পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে সুবিত্রা বাড়ি থেকে বের হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সাবিত্রির বাবা সুমেন রায় ভোলানাথের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ভোলানাথ তার মেয়েকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দৌলা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্ত করা হচ্ছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


সর্বশেষ খবর