সব

মহেশপুরের খালিশপুর অবস্থিত ছেলেটি কার?

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 22nd January 2017at 12:54 pm
28 Views

33মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : গত ১৮.০১.২০১৭ তারিখ বুধবার থেকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাজার সংলগ্ন হাট খালিশপুর গ্রামের সাইদুর রমানের বাড়িতে অবস্থানকৃত বুদ্ধি প্রতিবন্ধি (১০) এই ছেলেটি কার? সে সমস্ত কিছু শুনতে ও বুঝতে পারলেও মুখে কোন কথা বলতে পারছে না। শুধুমাত্র ইশারা ইঙ্গিত করছে।

এলাকাবাসী জানান গত ১৮ ই জানুয়ারি দুপুরে ছেলেটি খালিশপুর বাজারে এসে ইলেকট্রনিক্স ম্যাকানিক মৃত লুৎফর রহমানের ছেলে সাইদুর রহমানের বাড়িতে গিয়ে ওঠে। তার নাম পরিচয় কিছ্ধুসঢ়;ই বলতে পারে না। পরদিন এলাকায় মাইকিংও করা হয়। শুধুমাত্র হাতে লিখছে নাম আশিক।

ছেলেটির পরনে জিন্সের প্যান্ট, গায়ে সাদা হাফ শার্ট আছে। গায়ের রং কালো। এ ব্যাপারে সাইদুর রহমান স্থানীয় গণ্যমান্যসহ আশেপাশের লোকজনকে অবগত করিয়ে নিজ বাড়িতেই ছেলেটিকে রেখেছে। পরিচয়হীন ছেলেটির মা বাবা পরিবার পরিজন ও নিজস্ব আত্মীয় স্বজন থাকলে ০১৭১৮-৮০২০২৫ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।


সর্বশেষ খবর