বাংলাদেশ ইউনানী আয়ুর্বের্দিক চিকিৎসক লীগের উদ্দ্যোগে বিনা মূল্যে চিকিৎসা সেবা
সৈয়দ শরিফুল ইসলামঃ বিশ্ব ইজতেমা উপলক্ষে অন্যান্য দাবত্য সংস্থার মতই এগিয়ে এসেছে বাংলাদেশ ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসক লীগ। ১২ থেকে ২২ জানুয়ারী পর্যন্ত ১০ দিন ব্যাপি বাংলাদেশ ইউনানী -আয়ুর্বেদিক চিকিৎসক লীগের ইদ্যোগে প্রায় ৫ হাজার মুসল্লিদের বিনা মূল্যে চিকিৎসা সেবা দিয়ে এসেছে এ সংস্থাটি । অন্যান্য বছরের তুলনায় এবার চিকিৎসা সেবায় এনেছে ব্যতিক্রম।
ইজতেমায় আসা মুসল্লিদের রোগ নির্ণয় করে দিয়েছে চিকিৎসা সেবা। ১০ দিনে প্রায় ৫ হাজার মুসল্লিদের চিকিৎসা সেবা দিয়েছে সংস্থাটি । বাংলাদেশ ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসক লীগ কর্তৃক গাজীপুর ইউনানী- আয়ুর্বেদিক ফ্রি মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন কমিটির উদ্যোগে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বাংলাদেশ ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসক লীগের কর্তৃক গাজীপুর ইউনানী-আয়ুর্বেদিক ফ্রি মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন কমিটি নিরোলশ ভাবে কাজ করে যাচ্ছে ।
এ বিষয়ে ইউনানী- আয়ুর্বেদিক ফ্রি মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসক লীগের সভাপতি ডাঃ হাকিম এস, এম হারুনুর রশিদ বলেন, আমরা বিগত ১০ বছর ধরে ইজতেমায় আসা মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে এসেছি। আমরা মুসল্লিদের বিনা মূল্যে চিকিৎসা সেবা বাস্তবায়ন করেছি। আগামীতেও এ ধারা অব্যহত থাকবে বলে আমি আশা করছি ।
বাংলাদেশ চিকিৎসক লীগের যুগ্ন সচিব ডাঃ কে এম,এম লোকমান হোসেন জানান, ১ম পর্বে ১২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত আমাদের মোট ২হাজার ২শত ৭৫ জন মুসল্লিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ডাঃ লোকমান হোসেন আরও জানান ২য় পর্বে ২০-২২ তারিখ পর্যন্ত ২ হাজার ৭শত ২৫ জন চিকিৎসা সেবা দিয়েছে সংস্থাটি।
ইজতেমার ১ম ও ২য় পর্ব মিলে মোট ৫ হাজার মুসল্লিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।