পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে হবে: প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টারঃ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতেও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। কারণ খেলাধুলা করলে শারীরিক বিকাশ ভাল হয়। মন-মানসিকতাও ভাল থাকে।’
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্কুল, মাদরাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন।
তিনি বলেন, ‘খেলাধুলার প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবসময়ই আগ্রহ ছিল। তার প্রচেষ্টায় ১৯৭২ সাল থেকেই খেলাধুলার নানা প্রতিযোগিতা শুরু হয়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালে সরকার গঠন করে আমরা নানা খেলাধুলার প্রতি জোর দেই। ২০০৯ সালে আবার ক্ষমতায় এসে আমরা দেশীয় নানা খেলার প্রতি মনোযোগী হই। আমাদের প্রচেষ্টায় দেশের নানা ক্রীড়া বিভাগ এগিয়ে গিয়ে বিদেশের মাটিতেও সাফল্যের অবদান রেখেছে।’
শিশুদরে খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘খেলাধুলা, সঙ্গীত চর্চা, বিভিন্ন প্রতিযোগিতা যেমন রচনা, অঙ্কন ইত্যাদিতে কোমনমতি শিশুদের অংশগ্রহণ করতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও ভাল করতে হবে।’