২০২০ সালের মধ্যে বাংলাদেশে নতুন দিগন্তের সৃষ্টি হবে: অর্থমন্ত্রী
স্টাফ রিপোর্টারঃ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ২০২০ সালের মধ্যে বাংলাদেশে নতুন দিগন্তের সৃষ্টি হবে। নতুন নতুন কর্মক্ষেত্রের সূচনা হবে।
আজ ২২শে জানুয়ারি রাজধানীতে মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেড এর বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশকে জন্মগতভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। কিন্তু সেই বাংলাদেশ এখন বিশ্বের অনেক দেশ থেকে এগিয়ে গিয়েছে। দেশের মানুষের খাদ্যের অভাব দূর হয়ে গেছে। দেশের উৎপাদিত খাদ্য এখন বিদেশে রপ্তানী হচ্ছে। আগামী তিন বছরের মধ্যে দেশ আরো উন্নতির দিকে অগ্রসর হবে।
মুহিত বলেন, দেশ স্বাধীনের পর অনেক দেশই বাংলাদেশকে নিয়ে নানা মন্তব্য করেছিল। দিন যত যাচ্ছে তাদের সকল মন্তব্য ভুল প্রমাণিত হচ্ছে। বাংলাদেশ কখনোই আমেরিকার বাস্কেট কেস হবে না।
তিনি আরো বলেন , মেয়েদেরকে আগে ১০% কাজের সুযোগ দেওয়া হত। কিন্তু এখন তারা সব জায়গায় প্রায় ৪০% থেকে ৬০% কাজের সুযোগ পাচ্ছে। এসময় তিনি মাইডাসের সভাপতি মহিলা নেত্রী রোকেয়া অফজালের ভুয়শী প্রসংশা করেন।
মাইডাস সম্পর্কে মন্ত্রী বলেন, ক্ষুদ্র ও মাঝারী শিল্পে দেশের অনেক উন্নতি সাধন করছে। তারা নিরলস ভাবে সুদীর্ঘ ১৬ বছর যাবৎ উদ্যোক্তাদের প্রকৃত বন্ধু হিসেবে আর্থিক সেবা ও সহায়তা দিয়ে দেশের আর্থ সামাজিক অবস্থার সুদৃঢ় কাঠামো বিনির্মাণে সক্রিয় ভুমিকা রেখেছে।
এসময় উপস্থিত ছিলেন, মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেড এর সভাপতি ও সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জনাব রোকেয়া আফজালসহ অন্যান্য ব্যক্তিবর্গ।