সব

এভারেস্টের উচ্চতা কি সত্যি কমে গেছে?

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 24th January 2017at 7:16 pm
35 Views

32 আন্তর্জাতিক ডেস্কঃ নেপালে দু বছর আগে যে ভূমিকম্প হয়েছিল তাতে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ হিমালয়ের মাউন্ট এভারেস্টের উচ্চতা কমে গেছে কিনা – তা নতুন করে মেপে দেখার উদ্যোগ নিয়েছে ভারতের জরিপ বিভাগ।

ভারতের সার্ভেয়ার জেনারেলর বলেন, সেই ভূমিকম্পে এভারেস্টের উচ্চতা কমে গেছে বলে কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন।

ভারতের একটি জরিপে ৬২ বছর আগে বলা হয়েছিল এভারেস্টের উচ্চতা ২৯ হাজার ২৮ ফুট, বা ৮ হাজার ৮৪৮ মিটার। এটিই এভারেস্টের সর্বাধিক স্বীকৃত উচ্চতা বলে মানা হয়।

তবে চীনের একটি সরকারি রিপোর্ট বলেছে, ২০১৫ সালের ২৫শে এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার যে ভূমিকম্প হয়, তার ফলে এভারেস্ট ৩ সেন্টিমিটার দক্ষিণ-পশ্চিমে সরে গেছে।

সার্ভে অব ইন্ডিয়া আজ ঘোষণা করেছে , নেপালের ওই ভূমিকম্পে এভারেস্টের উচ্চতার সত্যি কোন পরিবর্তন হয়েছে কিনা তা তারা দ্বিতীয়বারের মতো মেপে দেখবেন।

সার্ভেয়ার জেনারেল স্বর্ণ সুব্বা রাও বলেছেন, নেপাল চীন সীমান্ত এলাকায় অবস্থিত মাউন্ট এভারেস্টে আগামী দু মাসের মধ্যেই এজন্য একটি দল পাঠানো হবে।

নেপালের ভুমিকম্পে প্রায় ৯ হাজার লোক নিহত হয়, ক্ষয়ক্ষতি হয় ব্যাপক।

সুত্র: বিবিসি।

 


সর্বশেষ খবর