‘বিএনপি শুধু হতাশই নয় ক্ষুব্ধও’
স্টাফ রিপোর্টারঃ নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটিতে ক্ষুব্ধ হয়েছে বিএনপি। বুধবার পৃথক অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা এমন প্রতিক্রিয়া জানান। তারা বলেন, এর মাধ্যমে বিএনপি শুধু হতাশই নয়, ক্ষুব্ধও হয়েছে।
বুধবার বিকালে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে প্রচারিত হওয়া নামের তালিকা দেখে বলেন, এ পুরো সার্চ কমিটি হচ্ছে আওয়ামী লীগ সরকারের পছন্দের। কারণ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে এ সরকার, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) নিয়োগ দিয়েছে এ সরকার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি সরকারের নিয়োগকৃত। নিরপেক্ষতার চরম যে নিদর্শন মহামান্য রাষ্ট্রপতি আমাদের সেটা দিয়েছেন। আমরা শুধু হতাশ হইনি, আমরা ক্ষুব্ধও হয়েছি। এ সার্চ কমিটি কী ধরনের নির্বাচন কমিশন গঠন করবে, তা এখনই বুঝতে পারছি। এ সার্চ কমিটি জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন ফখরুল।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০ দলীয় জোটের অন্যতম শরিক লেবার পার্টির উদ্যোগে ‘২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা ও শহীদ জিয়া : আজকের বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়। দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মহাসচিব হামদুল্লাহ আল মেহেদির পরিচালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ বক্তব্য দেন।
সার্চ কমিটিতে স্থান পাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক শিরিন আখতারের দেয়া প্রতিক্রিয়া যা একটি বেসরকারি চ্যানেলে সম্প্রচার হয়েছে, তা তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, কিছুক্ষণ আগে তিনি (শিরিন আখতার) টেলিভিশনে কি কমেন্ট করেছেন। টিভি চ্যানেলটি থেকে টেলিফোনে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি উত্তরে বলেছেন, আমার ওপর অর্পিত দায়িত্ব পবিত্র দায়িত্ব মনে করি। এখন বঙ্গবন্ধুর আদর্শে দেশ পরিচালিত হচ্ছে। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা যে দায়িত্ব দেবেন, তাকে পবিত্র দায়িত্ব মনে করে তা পালনে সচেষ্ট হব। বোঝেন, কী নিরপেক্ষ একটি সার্চ কমিটি গঠন হয়েছে!
মির্জা ফখরুল আরও বলেন, ‘যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম তখন তুলে দেয়ার কারণে গোটা বাংলাদেশের সব বিরোধী দল ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করেছিল। যে কারণে জাতীয় পার্টি ছাড়া সব বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। সেই সুযোগ্য কন্যা শেখ হাসিনা তাকে দায়িত্ব দিয়েছেন। তিনি সেই দায়িত্ব সুচারুরূপে পালন করুন।’
তিনি বলেন, ‘আমরা মহামান্য রাষ্ট্রপতিকে মনে করি যে, তিনি হচ্ছেন সেই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান এ রাষ্ট্রের সবচেয়ে বড় অভিভাবক। তার কাছে আমরা সব সময় আশা করি, প্রত্যাশা করি, আমরা একটা নিরপেক্ষ সিদ্ধান্ত পাব। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য এ জাতির, যে সুযোগ সৃষ্টি হয়েছিল এ রাজনৈতিক সংকট থেকে জাতিকে বের করে আনার। সেই সুযোগটিও তিনি গ্রহণ করলেন না। সুতরাং জাতিকে আবার আরেকটি অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়া হল।
আরেকটা অন্ধকার গহ্বরের দিকে ঠেলে দেয়া হল। সংকট নিরসনে সরকারের অনাগ্রহের কথা উল্লেখ করে ফখরুল বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে, এ সরকার আসার পর একবারের জন্য সরকারের দিক থেকে কোনো রকমের উদ্যোগ আমরা দেখলাম না। অর্থাৎ এটা বলতে দ্বিধা নেই, সরকার চায় এ ধরনের পরিস্থিতি বিরাজ করুক, এ অস্থিতিশীলতাই থাকুক, এ পানি ঘোলাটে হতে থাকুক। আর এ ঘোলাটে পানির মধ্য থেকেই চমৎকার করে মাছ শিকার করবেন। অর্থাৎ ক্ষমতায় যাবেন, আর সেই ক্ষমতা তারা দখল করে থাকবেন।’
বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব আমার না- প্রধানমন্ত্রীর দেয়া এ বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, তারা আবারও ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে চান।
এর আগে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, যদি সার্চ কমিটির নামগুলো দলীয় মনোভাবাপন্ন হয় আমরা কখনও সেই নামগুলো মানব না। বিএনপি তার সব শক্তি দিয়ে প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাবে।
‘জাতীয় নাগরিক সংসদ’ নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি খালেদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিএনপির সহ-শিক্ষা সম্পাদক ফরিদা মনি শহিদুল্লাহ, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারী বাবু প্রমুখ।