সাংবাদিক মারধরের ঘটনায় এএসআই বরখাস্ত
স্টাফ রিপোর্টারঃ তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতালে সাংবাদিক লাঞ্ছনাকারী শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এরশাদ মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার তাকে বরখাস্ত করা হয়।
থানা সূত্রে জানা গেছে, সাংবাদিক লাঞ্ছনার ভিডিও ফুটেজ দেখে অভিযুক্ত এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ওই ঘটনায় আরও যারা জড়িত রয়েছেন তাদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।
এর আগে হরতাল চলাকালে দুপুরের আটকদের ফুটেজ সংগ্রহ করেতে গেলে এটিএন নিউজের ক্যামেরাম্যান আব্দুল আলিম ও রিপোর্টার ইসান বিন দিদার মারধরের স্বীকার হন। পরে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সিয়ে যাওয়া হয়।
এদিকে ওই ঘটনায় এটিএন নিউজের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।