বিজেপিতে যোগ দিলেন রিমি সেন
বিনোদন ডেস্কঃ ভারতের পাঁচ রাজ্যে হতে চলা বিধানসভা নির্বাচনের ঠিক আগে মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন বলিউড অভিনেত্রী রিমি সেন৷ ২০০৩ সালে বলিউডে কমেডি ছবি হাঙ্গামাতে অভিনয় করে লাইমলাইটে এসেছিলেন এই অভিনেত্রী৷ এরপর বহু ছবিতেই অভিনয় করেছেন এই নায়িকা৷ ২০১৫ সালে রিয়েলিটি শো বিগ বসেও দেখা গিয়েছিল তাকে৷ আর এবার তিনি প্রবেশ করলেন রাজনীতির আঙিনায়৷
বিজেপিতে যোগদানের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রিমি সেন জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতিতে এসেছেন। এবং সেই সঙ্গে তাকে যে কাজ দেওয়া হবে তিনি তা দায়িত্ব সহকারে পূরণ করার চেষ্টা করবেন৷”
বলিউডে পা রাখার আগে রিমি দক্ষিণ ভারতের বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন৷ আর এবার রাজনীতির ময়দানে তিনি কতটা নজর কাড়া কাজ করতে পারেন সেটাই দেখার বিষয়।