সব

হতাশা নিয়েই দেশে ফিরেছেন টাইগাররা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 26th January 2017at 8:12 pm
FILED AS: খেলা
45 Views

8খেলা ডেস্কঃ বুধবার রাতে নিউজিল্যান্ড সফর থেকে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পৌনে এগারোটার দিকে তারা ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। দীর্ঘ বিমান যাত্রার ধকলে ক্লান্তি ছিল। বিমান বন্দর থেকে ঢাকায় যে যার গন্তব্যে চলে যান ক্রিকেটাররা।

হতাশা নিয়েই ফিরেছেন টাইগাররা। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তারা ৩ ওয়ানডে, ৩ টি-টুয়েন্টি ও ২ টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে লড়াই করতে পারেনি মাশরাফি বিন মুর্তজার দল। যে দলটি দেশের মাটিতে একের পর এক সাফল্য পেয়েছে ওয়ানডেতে, সেই তারা প্রতিরোধ গড়তে পারেনি প্রতিপক্ষের মাটিতে।

এরপর মুশফিকুর রহীমের নেতৃত্বে টেস্ট সিরিজ শুরু হয়েছিল দারুণ সম্ভাবনা নিয়ে। কিন্তু প্রথম টেস্টে প্রায় চারদিন এগিয়ে থেকেও শেষে অবিশ্বাস্য হার বরণ করতে হয়েছে। এরপর ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে মুশফিকসহ তিন অভিজ্ঞ খেলোয়াড়কে পাওয়া যায়নি। কিন্তু এই ম্যাচেও হারের ধরন সমর্থকদের কষ্ট দিয়েছে।

জাতীয় দল নিউজিল্যান্ড সফর শেষ করেছে ক্রাইস্টচার্চে। ওখান থেকে অবশ্য দলের সাথে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ফেরেননি। তিনি তার বাসস্থান অস্ট্রেলিয়ায় পরিবারের সাথে ছুটি কাটাতে গেছেন। এই মাসের শেষে ফিরে আসবেন। বাংলাদেশ দল দেশে ফিরে বিশ্রাম পাচ্ছে না। আগামী মাসের ৯ তারিখ ভারতের বিপক্ষে হায়দ্রাবাদে একমাত্র টেস্ট শুরু করতে হবে। তার আগে ওখানে আছে প্রস্তুতি ম্যাচ। প্রথমবার ভারত সফরের প্রস্তুতিতে তাই শিগগিরই নেমে পড়তে হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে।

 


সর্বশেষ খবর