হিজড়া উন্নয়ন সংস্থার উদ্যেগে দরিদ্র হিজড়া ও নারীদের মাঝে শীতবস্ত বিতরণ
মোঃ সাখাওয়াত হোসেনঃ হিজড়া উন্নয়ন সংস্থার উদ্যেগেই হতদরিদ্র-নিপিড়ীত হিজড়া ও নারীদের মাঝে শীতবস্ত বিতরণ করা হয়। শুক্রবার সকাল ১০টায় রাজধানী তুরাগ থানাধীন কামারপাড়ায় রাজ্জাক মার্কেটে হিজড়া উন্নয়ন সংস্থার নিজ কার্যালয়ে ৫০জন গরীব অসহায় দুস্থ মানুষ ও নিপিড়ীত হিজড়াদের মাঝে শীত শীতবস্ত বিতরণ করে।
শীতবস্ত বিতরণে প্রদান অতিথি ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ি ও সমাজসেবক মোঃ হাসান এতে সভাপতিত্ব করেন হিজড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান হাজী কচি বেগম ।
সভাপতির বক্তব্যে হাজী কচি বেগম বলেন, মানবতাবোধ জাতি – ধর্ম – বর্ণ – শত্রু – মিত্র – সম্মান -অসম্মান – ধনী – গরীব – ভাল – মন্দ – স্বার্থ কোনটার ই মুখাপেক্ষী নয় …ভাল – মন্দ , ঠিক – বেঠিক এসব কে মানুষ আপেক্ষিক বলে উড়িয়ে দেয় কিন্তু সার্বজনীন বলে একটা কথা আছে … কারো মন্দ করে বা কারো অমঙ্গল করে যে ভাল ঘটা তা তো স্বার্থে ঘেরা … সেই স্বার্থপরতার কথা মানবতার আওতায় আসতে পারে না …স্বার্থ ভুলে অন্যের কষ্ট কে নিজের কষ্ট ভেবে নিপীড়িত মানুষ এর পাশে গিয়ে তাদের কে সাহায্য করতে পারার নামই মানবতা …প্রতিটা মানুষ কে মানবতার দৃষ্টি দিয়ে দেখতে পারা, ভালবাসতে পারা , সম্মান করতে পারা , সুখে দুঃখে সাহায্য করতে পারা, সততার সাথে নিরপেক্ষ ভাবে ন্যায় করতে পারা, অন্যায় কে প্রতিহত করতে পারা -শুনতে এবং বলতে সহজ কিন্তু বাস্তব জীবনে তার প্রয়োগ কঠিন থেকে কঠিনতর যা কে আয়ত্ত করতে হয় অধ্যবসায় দিয়ে, মানবতাবোধ থেকে যে যার অবস্থান থেকে আর্ত নিপীড়িত জনের যথাসম্ভব উপকারে আসার জন্য ই আমরা সমাজের দরিদ্র হিজড়াদের ও গরীব অসহায় দুস্থ নারীদের মাঝে শীতবস্ত বিতরণ কার্যক্রম পরিচালনা করছি এক হয়ে। যা প্রতিবছরই চেষ্টা করে যাচ্ছি , এবার ও তার ব্যাতিক্রম ঘটেনি।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন হিজড়া উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ডালী । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিজড়া উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ ।