সব

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজকদের খোঁজে দুদক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 27th January 2017at 5:11 pm
35 Views

13স্টাফ রিপোর্টারঃ রাজধানীতে প্রতিদিনই লাইটিং আর নামি দামি কনভেনশন সেন্টার ভাড়া করে চলছে বিভিন্ন অনুষ্ঠান। হিসেবের কোনো কমতি নেই ঢাকাবাসীর।

অনুষ্ঠানগুলো ব্যাপক ব্যয়বহুল ও জাঁকজমকপূর্ণ। খরচের মাত্রা অনেক বেশি। খরচের উৎস অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক, এনবিআর ও ভ্যাট ইনটেলিজেন্স।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দলের প্রতিনিধিত্ব করেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও উপ-পরিচালক জাহিদ হোসেন খান। দুদক সদস্যরা ছাড়াও দলে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড ও ভ্যাট ইন্টেলিজেন্স এর কর্মকর্তারা।

দুদক জানায়, রাজধানীতে ব্যয়বহুল সামাজিক অনুষ্ঠানের টাকার উৎস জানতে কাজ করবে এই দল। এরই অংশ হিসেবে তিন প্রতিষ্ঠানের কর্মকর্তারা দুটি স্থান পরিদর্শন করেন।

দুদকের পরিচালক ইকবাল হোসেন বলেন, আয়োজকরা অনুষ্ঠানগুলোতে যে পরিমাণ খরচ করছেন, তা বৈধ আয়ের সাথে সঙ্গতিপূর্ণ কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান।

পরবর্তীতে তথ্য বিশ্লেষণ করে যদি মনে হয় কেউ অস্বাভাবিক খরচ করছেন, ইনকাম ট্যাক্স ডিক্লারেশান না থাকলে অথবা অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে পরবর্তীতে কমিশন ব্যবস্থা নেবেন।

 

 

 


সর্বশেষ খবর