কাশ্মীর সীমান্তে তুষারধসে ১০ ভারতীয় সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জম্মু-কাশ্মীর রাজ্য সীমান্তের নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে তুষারধসে দেশটির কমপক্ষে ১০ সেনাসদস্য নিহত হয়েছেন।
ভারত সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বিষয়টি জানিয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় সীমান্তের কাছে একটি সেনাপোস্ট ও একটি টহল দল তুষারধসে চাপা পড়ে।
রাজেশ কালিয়া জানান, একটি সেনাপোস্ট তুষারধসে চাপা পড়ে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও উদ্ধারকাজ শুরু করা হয়েছে। এরই মধ্যে এক কর্মকর্তাসহ ৬ সেনাসদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তিন সেনার মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।
রাজেশ আরো জানান, আরেকটি ধসের নিচে চাপা পড়ে সেনাদের একটি টহল দল। সেখান থেকে এখন পর্যন্ত সাত সেনার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বরফের নিচে কতজন আটকা পড়ে আছেন, তা জানা যায়নি। এখনো উদ্ধারকাজ চলছে।
গত সাত দিন ধরেই কাশ্মীরে ভারি তুষারপাত হচ্ছে। এর জের ধরে তুষারধসের উচ্চ সতর্কতা আছে বলে জানিয়েছিল স্থানীয় প্রশাসন।
এর আগে বুধবার আলাদা দুটি তুষারধসে একই পরিবারের চার সদস্য নিহত হন।
২০১২ সালে একটি তুষারধস হয় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে। সে সময় এর নিচে চাপা পড়ে নিহত হন ১৪০ জন।