হেরেও লিগ কাপের ফাইনালে ম্যানইউ
খেলা ডেস্কঃ প্রথম লেগে জয় পাওয়ায় দ্বিতীয় লেগে হেরেও লিগ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রাতে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে হাল সিটির মাঠে ২-১ গোলে হারে ইউনাইটেড।
তবে নিজেদের মাঠে ২-০ গোলে জিতে এগিয়ে ছিল সব প্রতিযোগিতা মিলে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকা জোসে মরিনিয়োর দল।
মার্কোস রোহো হ্যারি ম্যাগুয়ারের জামা টানায় ৩৫তম মিনিটে পেনাল্টি পেয়ে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন টম হাডলস্টোন। তবে দ্বিতীয়ার্ধের ৬৬তম মিনিটে পল পগবার সমতা ফেরানো গোলে দুই লেগ মিলিয়ে আবারও দুই গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ৮০তম মিনিটে অবশ্য ঠিকই গোল পান সেনেগালের স্ট্রাইকার উমার নিয়াসি।
ইএফএল কাপ নামে পরিচিত এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ২৬ ফেব্রুয়ারি লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে।