সব

ম্যাডোনার ওপর নিষেধাজ্ঞা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 27th January 2017at 5:39 pm
38 Views

19বিনোদন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেস্ট ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন চলছে দেশটির বিভিন্ন রাজ্যে। এই আন্দোলনে হলিউডের অনেক তারকাদেরও দেখা গেছে। আন্দোলনের অগ্রভাগে রয়েছেন মার্কিন পপতারকা ম্যাডোনা।

এদিকে টেক্সাসের একটি রেডিও স্টেশন ম্যাডোনার গানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে৷ এর কারণ হিসেবে জানা গেছে, ওয়াশিংটনে ট্রাম্পবিরোধী নারী আন্দোলনে ম্যাডোনার দেওয়া ভাষণের জন্যই তার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রেডিও স্টেশনের ম্যানেজার টেরি থমাস বলেন, এই সংগীতশিল্পীর গান দেশবাসীর কাছে তুলে ধরা তারা অনুচিত। কারণ ম্যাডোনা যুক্তরাষ্ট্রবিরোধী কথাবার্তা বলছেন এবং রয়্যালটিও দেওয়া উচিত নয়৷ যদি প্রতিটি স্টেশন এই উদ্যোগ নেয় তাহলে ম্যাডোনার কাছে আর্থিক বার্তা পৌঁছবে।

 

 


সর্বশেষ খবর