সব

আজ বঙ্গবন্ধু দিবশ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 23rd February 2017at 12:43 pm
118 Views

4জাহিদ হাসানঃ ১৯৬৯ সালের গন- অভ্যুথুানে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে  বিকাশে সহায়ক হয়। ১৯৬৬ সেলে ৬ দফা ঘোষনার  মাধ্যমে শেখ মুজিবুর রহমান এদেশের গন মানুষের নেতা হয়ে উঠে। ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় তাঁকে অভিযুক্ত করে ১ নম্বর আসামি করা  হলে মোট ৩৫ জন কে অসামি করাহয়, তাঁর মুক্তির দাবিতে জনগন স্বোচ্চার হয়। ১৯৬৯ সালের গন- আন্দোলনের একটি অন্যতম দাবিছিল শেখ মুজিবুর রহমানের নিঃশর্ত কারামুক্তি। ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি তাঁকে মুক্তি দেয়া হয়। ২৩ তারিখে ছাএ সংগ্রাম কমিটির উদ্যোগে তাঁকে গনসংবধনা দেয়া হয়। এদিন  প্রায় ১০ লক্ষ লোকের উপস্হিতিতে ঢাকসুর তৎকালীন সহসভাপতি ও ছাএনেতা তোফায়েল আহমদ শেখ মুজিবুর রহমানকে  বঙ্গবন্ধু উপাধি দেয়, এ ভাবে তিনি বাংলার সাধারন মানুষের প্রিয়  পাএ ও বঙ্গবন্ধ হয়ে উঠেন।


সর্বশেষ খবর