সব

মানবসম্পদকে কাজে লাগাতে হবে:মুহিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 23rd February 2017at 12:32 pm
67 Views

3মামুনুররশীদ:অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গ্যাস আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। ২০১৮ সালের পর দেশে কোনো গ্যাস সঙ্কট থাকবে না। তখন শিল্পে গ্যাস সংযোগ প্রদান করা হবে। এতে শিল্পখাতও প্রসারিত হবে।  বুধবার সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।

সিলেট চেম্বারের প্রশংসা করে তিনি বলেন, এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য প্রসারে এই সংগঠন যথেষ্ট কাজ করছে। তবে সিলেটে যথেষ্ট শিল্পায়ন হয়নি, এটা আমাদের একটি বড় দূর্বলতা। অর্থমন্ত্রী বলেন, আমাদের চিন্তা ভালো, উদ্যোগ ভালো; কিন্তু বাস্তবায়নে আমরা ভালো নই। বাস্তবায়নের ব্যাপারে আমাদের আরো মনোযোগী হতে হবে।

তিনি বলেন, সিলেটের মানবসম্পদ খুবই উন্নত। সারাবিশ্বেই এর প্রমাণ পাওয়া যাবে। এই মানবসম্পদকে কাজে লাগাতে হবে। আইটি খাতে বাংলাদেশের প্রচুর সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এইখাতে আমাদের বিশেষ নজর দিতে হবে। আইটি খাতের জন্য দক্ষ মানবসম্পদও গড়ে তোলা প্রয়োজন।


সর্বশেষ খবর