সব

ছাত্রীদের আন্দোলনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে ঢাবি শিক্ষার্থী ও হকাররা –

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 16th March 2017at 7:04 pm
54 Views

13শিক্ষা ডেস্কঃ গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীদের আন্দোলনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও হকারদের দুটি দল।

তিন পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ নিউ মার্কেট ও নীলক্ষেত মোড় হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। উত্তেজনার মধ্যে পুরো এলাকায় অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীদের ‘মহাসমাবেশ’ চলছে নিউ মার্কেট মোড়ে। এর কয়েকশ গজ দূরে নীলক্ষেত মোড় ও ভিসি চত্বর এলাকায় অবস্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ’ পাঁচেক শিক্ষার্থী গার্হস্থ্য অর্থনীতির আন্দোলনের বিরোধিতায় মানববন্ধন করছেন।

এদিকে গাউছিয়ার দিক থেকে মিছিল নিয়ে হকারদের একটি দল হাজির হয়েছে গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীদের সমাবেশস্থলের খুব কাছে। তাদের ভাষ্য, শিক্ষার্থীদের আন্দোলনে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে।

তবে এর মধ্যেও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীরা। এর ফলে জাতীয় প্রেসক্লাব থেকে শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরিও ধানমণ্ডি এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

 


সর্বশেষ খবর