গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় শিশু নিহত
মুহাম্মদ আতিকুর রহমানঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া এলাকায় মাওনা-শ্রীপুর সড়কে কাভার্ডভ্যানের চাপায় আমেনা খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
১৬ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন কুমিল্লার মুরাদনগর থানার পুস্কুনীপাড়া এলাকার রাজির মিয়ার মেয়ে। মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, শ্রীপুর উপজেলার কেওয়া এলাকায় কাশেম মিয়ার বাড়িতে স্বপরিবারে ভাড়া থেকে বিভিন্ন কাজ করতো রাজিব মিয়া। বেলা ১১টার দিকে কেওয়া এলাকায় ভাড়া বাড়ির পাশে মাওনা-শ্রীপুর সড়ক পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান আমেনা খাতুনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় ওই কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।