ঠাকুরগাঁও নাট্য উৎসব-২০১৭ এর উদ্বোধন
এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “কাটুক মনের আঁধার, জয় হোক মানবতার” শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও নাট্য উৎসব-২০১৭ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ই মার্চ) এই উপলক্ষ্যে সন্ধ্যা পৌনে ৬ টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে ঠাকুরগাঁও নাট্য উৎসব-২০১৭ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় কেক কেটে ঠাকুরগাঁও নাট্য উৎসব-২০১৭ এর উদ্বোধন ঘোষণা করেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: আব্দুল আওয়াল, সংরক্ষিত মহিলা আসনের এমপি ডা. সেলিনা জাহান লিটা, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামান সহ বিভিন্ন সাংস্কৃতিক দলের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, জেলা শিল্পকলা একাডেমিতে আগামী ১৭ই মার্চ হতে ২৪শে মার্চ ২০১৭ তারিখ পযর্ন্ত প্রতিদিন সন্ধ্যা ৭ টায় নাট্যোৎসব শুরু হবে। জেলার বিভিন্ন নাট্যগোষ্ঠী উক্ত নাট্যোৎসবে অংশ গ্রহণ করবেন।