সব

বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ শোভাযাত্রা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 17th March 2017at 3:56 pm
38 Views

15

এস. এম. মনিরুজ্জামান মিলনঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ শোভাযাত্রা ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) উক্ত দিবসসমূহ উপলক্ষে সকাল ৯ টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি ঠাকুরগাঁও জেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিশু একাডেমীস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।

পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে ঘন্টাব্যাপী শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান মো. লালন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া সম্পাদক ড. আবু. মো. মহীউদ্দীনসহ আরও অনেকে।


সর্বশেষ খবর