গাজীপুরে যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ
মুহাম্মদ আতিকুর রহমানঃ গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ১৭ মার্চ শুক্রবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের জয়দেবপুর রেল জংশনের সিগন্যালের কাছে ঢাকাগামী যমুনা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার শহীদুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনটি জামালপুর থেকে ঢাকা যাচ্ছিল। সকাল পৌনে ৭টার দিকে ট্রেনের পেছনের বগির সামনের চাকা লাইনচ্যুত হয়। বগির এক্সেল বক্স মাত্রাতিরিক্ত গরম হয়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। বগি উদ্ধার ও ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেল প্রকৌশল বিভাগের লোকজন কাজ করছেন।
তিনি জানান, এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে অন্য সকল লাইনে ট্রেন চলাচল স্বভাবিক রয়েছে। জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই মোঃ দাদন মিয়া জানান, জামালপুরের সরিষাবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ৫০ মিনিটের দিকে জয়দেবপুর জংশনে প্রবেশের সময় পেছনের বগির সামনের একটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেল রুটের একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি।
তিনি জানান, পরে লাইনচ্যুত বগিসহ দুই বগি ঘটনাস্থলে রেখে যমুনা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। বগি উদ্ধারের কাজ চলছে।