বিরামপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
মোঃ সামিউল আলমঃ জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৮তম জন্মবার্র্ষিকি ও জাতীয় শিশু দিবস-২০১৭ উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী, আলোচনা সভা ও শিশু-কিশোরদের নিয়ে বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ, শুক্রবার বেলা ১০ টায় উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মনিরুজ্জামান আল-মাসউদ এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম জিন্নাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব পারভেজ কবির, মহিলা ভাইস চেয়ারম্যান জিন্নাতুন নেসা, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোকলেছুর রহমান, জেলা ন্যাপ-এর ভাইস প্রেসিডেন্ট ও প্রবীণ রাজনীতিবিদ আব্দুল আজিজ সরকার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মন্ডল, সাধারন সম্পাদক খায়রুল আলম রাজু, বিরামপুর কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার প্রমূখ।
অনুষ্ঠানে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামীলীগের অন্যান্য অঙ্গ-সংগঠন সমূহের নেতা-কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক-
শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। পরিশেষে, পুরস্কার বিতরণী ও কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।