সব

দেশের সব বিমানবন্দর, নদীবন্দর ও কারাগারে রেড অ্যালার্ট –

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 17th March 2017at 6:14 pm
45 Views

20স্টাফ রিপোর্টারঃ রাজধানী ঢাকার আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে বোমা বিস্ফোরণের ঘটনায় দেশের সব বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একইসঙ্গে দেশের সব কারাগার ও নদীবন্দরেও অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিমানবন্দরে রেড অ্যালার্টের তথ্য নিশ্চিত করে বলেন, আশকোনার ঘটনার পর অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কারাগারে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান বলেন, কারাগারগুলোতে এমনিতেই সবসময় রেড অ্যালার্ট জারি থাকে। তবে হামলার পর আমরা অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি।

এছাড়া সদরঘাটসহ দেশের সর নদীবন্দরেও বিশেষ সর্তকতা জারি করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুর ১টার দিকে রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় হামলাকারী যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। এছাড়া হামলায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 


সর্বশেষ খবর