দিনশেষে ৭৫ রানে এগিয়ে টাইগাররা
খেলা ডেস্কঃ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা। তৃতীয় দিনশেষে বিনা উইকেটে ৫৪ রান করেছে দলটি। দিমুথ করুনারত্নে ও উপুল থারাঙ্গা দুজনই ২৫ রান করে অপরাজিত রয়েছেন। দিনশেষে এখনো ৭৫ রানে এগিয়ে আছে মুশফিকের দল।
কলম্বো টেস্টে সাকিব আল হাসানের সেঞ্চুরির পর ৪৬৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথকে উইকেট দেয়ার আগে অভিষিক্ত তারকা মোসাদ্দেক হোসেন করেন ৭৫ রান।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৩৮। এতে বাংলাদেশ এগিয়ে ১২৯ রানে। জবাবে বাংলাদেশ তৃতীয় দিনের তৃতীয় সেশনে ব্যাট করছে।
এর আগে চা বিরতির আগের ওভারে আউট হন সাকিব। ব্যাট হাতে দারুণ সেঞ্চুরি নিয়ে লঙ্কানদের ভোগান্তিতে রেখেছিলেন সাকিব আল হাসান। কিন্তু খেই হারান সাকিব। লঙ্কান স্পিনার সান্দাকানের নির্বিষ এক ডেলিভারি হাঁকাতে গিয়ে ক্যাচ দিলেন তিনি।
এতে ৪২১/৭ সংগ্রহ নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ। সাকিব করেন ১১৬ রান। ১৫৯ বলে ইনিংসে সাকিব হাঁকান ১০টি বাউন্ডারি। শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ টেস্টের মোকাবিলায় বাংলাদেশ প্রথম ইনিংসে লিড পেল এ নিয়ে দ্বিতীয়বার।
এর আগে ২০১৩ সালে গল টেস্টে এমন কৃতিত্ব দেখান টাইগাররা। কলম্বোয় প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ৩৩৮ রানে অলআউট করে বাংলাদেশ ।
এর আগে ৫ উইকেটে ২১৪ রান নিয়ে গতকাল দ্বিতীয়দিন শেষ করে তারা। সাকিব আল হাসান ১৮ ও মুশফিকুর রহিম ২ রানে অপরাজিত ছিলেন। আজ ষষ্ঠ উইকেটে ৯২ রান যোগ করে মুশফিক ফেরেন ৫২ রানে।
এর আগে বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে তামিম ইকবাল ৪৯, সৌম্য সরকার ৬১, ইমরুল কায়েস ৩৪ ও সাব্বির রহমান করেন ৪২ রান।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশিষ রয় ও মোস্তাফিজুর রহমান।