চাঁদপুরের বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যা্নের হাতে “প্রধান শিক্ষক” লাঞ্চিত !
চাঁদপুর প্রতিনিধীঃ
চাঁদপুর জেলার-চাঁদপুর থানার-বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম কর্তৃক “লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয়ের” প্রধান শিক্ষক কাউসার আহমেদকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে! এর প্রতিবাদে মানববন্ধন ও ক্লাশ বর্জন করেছে ক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় ওই স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের যারা লাঞ্ছিত করেছে তাদের বিচার দাবি করে শ্লোগান দেয় শিক্ষার্থীরা।গত ১৬/০৩/২০১৭ ইং তারিখে স্কুল পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষক কাউসার আহমেদের সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাসিরউদ্দিন খানসহ তার লোকজনের বাকবিতন্ডা হয়। এসময় তারা প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষককে লাঞ্ছিত্করে।
শনিবার চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে পছন্দনীয় লোকজন স্থান না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শামীম প্রধান শিক্ষক কাওসার আহমেদকে লাঞ্ছিত করে।