মহেশপুরে কৃষকদের মাঝে বিনামুল্যে ধানবীজ ও সার বিতরণ
মোস্তাফিজুর রহমান উজ্জ্বলঃ ১৮/০৩/২০১৭ গতকাল শনিবার ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষক সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রান্তিক কৃষকদের মাঝে নেরিকা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সদস সদস্য মোঃ নবী নেওয়াজ।
২০১৭-২০১৮ মৌসুমে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রমোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপশি আউশ ও নেরিকা ধান বীজ এবং সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে বলেন আওয়ামী সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন জুয়ার বয়ে যায়।
সরকার ৪৭ টাকা হারে সার ক্রয় করে চাষীদেরকে দিচ্ছে ১৬.৫০ টাকা দরে। তিনি আরও বলেন বিএনপির সরকার সন্তানদের গলা টিপে হত্যা করেছে। চাষী ও পাট হল সরকারের সন্তান। সেই পাট চাষ বন্ধন করে দেয় বিএনপির সরকার আর আওয়ামী সরকার পাটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চাষীদের পাট চাষে মনোযোগী হতে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক বুলু, জেলা কৃষকলীগের নেতা শরিফুল ইসলাম, পৌর সভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কাজী আতিয়ার রহমান আতি, জিয়াউর রহমান জিয়াসহ উপজেলা আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।