সব

প্রচারণায় চেয়ারম্যান ও মেয়ররা অংশ নিতে পারবেন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 19th January 2016at 6:22 pm
40 Views

13

স্টাফ রিপোর্টার ঃ  নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণায় উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়ররা অংশ নিতে পারবেন। তবে এ জন্য তাঁরা সরকারি সুবিধা নিতে পারবেন না।’ মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরে-বাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। শাহনেওয়াজ বলেছেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা চূড়ান্ত করেছি। দুয়েক দিনের মধ্যে ভেটিংয়ের (পরীক্ষা-নিরীক্ষা) জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। পৌরসভা নির্বাচনের আচরণবিধির আদলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি তৈরি করা হয়েছে।’ নির্বাচন কমিশনার বলেন, ‘পৌরসভা থেকে ইউপিতে যেগুলো পরিবর্তন আনা হয়েছে সেগুলো হলো- পৌরসভায় যেমন স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ভোটারদের সমর্থন যুক্ত সই লাগতো, ইউপিতে এটা লাগবে না। এ ছাড়া নির্বাচনে হলফনামা ও ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) নম্বর দিতে হবে না।’ নির্বাচনী প্রচারণার বিষয়ে শাহনেওয়াজ বলেন, ‘নির্বাচনী বিধিমালা অনুযায়ী ভোট গ্রহণের ২১ দিনের আগে প্রচারণায় কেউ অংশ নিতে পারবেন না। তবে নির্ধারিত দিনের পর প্রার্থীরা প্রচারণায় নামতেও পারলেও প্রতীক ব্যবহার করতে পারবেন না।


সর্বশেষ খবর