সব

ডিআইজি প্রিজনকে হত্যার হুমকি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 19th January 2016at 6:25 pm
39 Views

14

স্টাফ রিপোর্টার ঃ  কারা অধিদপ্তরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি-প্রিজন) কর্নেল এ কে এম ফজলুল হককে মহিউদ্দিন নামের এক ব্যক্তি হত্যার হুমকি ‍দিয়েছেন। মঙ্গলবার সকাল ১০টা ৫৬ মিনিটে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে এই হুমকি দেওয়া হয়। ডিআইজি প্রিজন ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মহিউদ্দিন নামের ওই ব্যক্তি ০১৬২৫৫১৪২৮২ নম্বর থেকে ফোন করে নিজেকে সর্বহারা পার্টির সদস্য পরিচয় দিয়ে তার কাছে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই টাকা সামনের মাস থেকে নিয়মিত পরিশোধ না করলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেন। সর্বহারা পার্টির ব্যয় বাবদ এই টাকা চাওয়া হয় বলে জানান তিনি। ডিআইজি প্রিজন আরো জানান, চকবাজার থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন।


সর্বশেষ খবর