সব

তোপের মুখে এরশাদ-হাওলাদার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 19th January 2016at 6:28 pm
37 Views

15

স্টাফ রিপোর্টার ঃ  জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির বৈঠক থেকে তোপের মুখে বেরিয়ে গেলেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ সময় তার সঙ্গে সদ্য নির্বাচিত মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও বের হয়ে যান বলে জানিয়েছে বৈঠক সূত্র। এরশাদ বেরিয়ে যাওয়ার পরও প্রায় ৪০ মিনিট স্থায়ী হয় জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির বৈঠক। বৈঠকে এরশাদের সব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি আরও জানিয়েছেন, পার্লামেন্টারি পার্টির বৈঠকে উদ্ভূত পরিস্থিতি নিরসনের জন্য সংসদীয় দলের নেতা রওশন এরশাদকে যৌথ সভা ডাকার অনুরোধ জানানো হয় এবং সেখানে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানালে তিনি সায় দিয়েছেন। সংসদ ভবনে মঙ্গলবার (১৯ জানুয়ারি ২০১৬) দুপুর সোয়া ৩টায় বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। এর ১৫ মিনিট পর সাড়ে ৩টায় বৈঠকে যোগ দেন হুসেইন মুহম্মদ এরশাদ। কিন্তু বৈঠকে সিনিয়র নেতারা এরশাদের কাছে কৈফিয়ত চেয়ে বসেন কেন জিএম কাদেরকে কো-চেয়ারম্যান আর রুহুল আমিন হাওলাদারকে কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব করা হলো? সর্বশেষ কেন জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে সরিয়ে দিয়ে হাওলাদারকে মহাসচিব করা হলো? এসব প্রশ্নের জবাব না দিয়ে বৈঠক থেকে বেরিয়ে যান এরশাদ। সিনিয়র নেতাদের উত্তেজিত ভঙ্গিতে চাওয়া প্রশ্নের জবাব দিতে না পেরে ৪৫ মিনিট পর বিকেল সোয়া ৪টায় বেরিয়ে তার কার্যালয়ে যান এরশাদ ও রুহুল আমিন হাওলাদার। যাওয়ার সময় তাদের মুখ মলিন দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এর আগে গত রবিবার (১৭ জানুয়ারি ২০১৬) রংপুরে সংবাদ সম্মেলনে ছোট ভাই জিএম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন এরশাদ। একই সঙ্গে কাউন্সিলের জন্য জিএম কাদেরকে আহ্বায়ক ও সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে সদস্য সচিব করে প্রস্তুতি কমিটি ঘোষণা করেন। এতে ক্ষোভ প্রকাশ করেন দলের সিনিয়র নেতারা। পরদিন সোমবার (১৮ জানুয়ারি ২০১৬) বিকালে প্রেসিডিয়াম ও পার্লামেন্টারি পার্টির বিশেষ বৈঠকে রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা হয়। সবশেষ আজ (মঙ্গলবার) দুপুরে রংপুর থেকে ফিরে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে সরিয়ে দিয়ে এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব নিযুক্ত করেন এরশাদ। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টিতে কোন বিভক্তি নেই। আর তিনি যা করেছেন তার এখতিয়ার তার রয়েছে।


সর্বশেষ খবর