রোট্যার্যাক্ট ক্লাব অফ তিলোত্তমা স্পন্দনের বার্ষিক ক্লাব পিকনিক শৈশব ২০১৭ অনুষ্ঠিত
মোঃসাখাওয়াত হোসেনঃ গত ৭ই এপ্রিল রোজ শুক্রবার রোট্যারেক্ট ক্লাব অব তিলোত্তমা স্পন্দনের বার্ষিক ক্লাব পিকনিক শৈশব ২০১৭ অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের সোনারগাঁ ও পানাম নগরে।
শুক্রবার সকাল ৭ ঘটিকায় পিকনিকের প্রোগ্রাম চেয়ারম্যান মোঃ আবু-বক্কর সিদ্দিকের নেতৃর্তে (প্রেসিডেন্ট ইলেক্ট ২০১৭-১৮-রোট্যার্যাক্ট ক্লাব অফ তিলোত্তমা স্পন্দন)ক্লাবের সকল সদস্যদের নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ ও পানাম নগরে রওনা হয় । ক্লাবের সকল সদস্য ছাড়াও উক্ত পিকনিকে যোগদান করে নর্থ বেঙ্গল ক্লাবের সদস্য বিন্দু।
সকাল ১০ ঘটিকায় সোনারগাঁও গিয়ে পৌছে পিকনিকের বাস। সোনারগাঁয়ে অবস্থিত লোক শিল্প জাদুঘরে প্রদর্শিত বিভিন্ন প্রাচীন স্থাপনা ঘুরে দেখা ছাড়াও একজন লালন ফকীরের গান শুনে ক্লাবের সদস্যবিন্দু।দুপুর ১২টার মধ্যে সোনারগাঁও ঘুরা শেষ করে দুপুর ২টা পর্যন্তনামাযের ও মধ্যান্হ ভোজের বিরতি দেয়।
নামাযের ও মধ্যান্হ ভোজের বিরতি আগেই ক্লাবের পিকনিক এসে যোগদান করে রোট্যার্যাক্ট ক্লাব অফ তিলোত্তমা স্পন্দনের স্পন্সর ক্লাব রোটারী ক্লাব অফ ঢাকা তিলোত্তমার প্রেসিডেন্ট মেজবাহ উদ্দিন রিপন স্যার ও তার পরিবারবর্গ।এছাড়াও পিকনিকে যোগদান করেঢাকা ক্লাবের আইপিপি মাহবুব হোসেন সিকদার।
নামাযের ও মধ্যান্হ ভোজের বিরতির পরে পানাম নগর ঘুরে দেখে পিকনিকে আগত সকল সদস্য বিন্দু। পানাম নগর ঘুরে দেখার পর শেষ বিকালে আগত সকল সদস্যবিন্দুদের উদ্দেশ্যে ক্লাব পিকনিকের মাধ্যমে বন্ধন অটুট হওয়ার আশা ব্যক্ত করেন পিকনিকের প্রোগ্রাম চেয়ারম্যান মোঃ আবু-বক্কর সিদ্দিক। প্রোগ্রাম চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে সংহ্মিপ্ত বক্তিতা নিয়ে আসেন উক্ত ক্লাবের স্পন্সর ক্লাব রোটারী ক্লাব অফ ঢাকা তিলোত্তমার প্রেসিডেন্ট মেজবাহ উদ্দিন রিপন স্যার।উক্ত পিকনিকে রিপন স্যারের আগমনের জন্য রোট্যার্যাক্ট ক্লাব অফ তিলোত্তমা স্পন্দনের পহ্ম থেকে রিপন স্যার ও তার পরিবারবর্গকে স্মৃতিস্বরুপ গিফট সামগ্রী তুলে দেয় ক্লাবের সদস্যবিন্দু।পিকনিকে আগত ঢাকা ক্লাবের আইপিপি মাহবুব হোসেন সিকদারের উক্তদিন জম্নদিন হওয়ায় তাকেও স্মৃতিস্বরুপ গিফট সামগ্রী তুলে দেয় আরলিএ্যাক্ট ক্লাব অফ ঢাকা তিলোত্তমার প্রেসিডেন্ট ইসরাত জাহান রিয়া।
উক্ত পিকনিক সাফল্য মন্ডিত করায় সকল সদস্যবিন্দুসহ প্রোগ্রাম চেয়ারম্যানকে ধন্যবাদ জানায় রোট্যার্যাক্ট ক্লাব অফ তিলোত্তমা স্পন্দনের চার্টাড প্রেসিডেন্ট রবিউল ইসলাম রবিন ও বর্তমান প্রেসিডেন্ট হাসিব আহমেদ নেসার।
প্রোগ্রাম চেয়ারম্যান মোঃ আবু-বক্কর সিদ্দিক(প্রেসিডেন্ট ইলেক্ট ২০১৭-১৮)পিকনিক আগত সকল সদস্যবিন্দুকে পিকনিক সফল করায় ধন্যবাদ জানিয়ে পিকনিক সমাপ্ত ঘোষণা করেন।