তিস্তা হলে সম্পর্ক নতুন পর্যায়ে পৌঁছাবে: প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্টঃ তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমান সম্পর্ক আরও একটি রূপান্তরের মাধ্যমে নতুন পর্যায়ে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে নয়াদিল্লিতে ইন্ডিয়া ফাউন্ডেশনের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দু’দেশের সম্পর্ক আরও মজবুত করতে আমাদের যৌথ পানিসম্পদকে কাজে লাগাতে হবে। সব অভিন্ন নদীর পানিবণ্টনে অববাহিকাভিত্তিক একটি বিস্তৃত পরিকল্পনার মধ্যেই আমাদের যৌথ ভবিষ্যত নিহিত।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যত দ্রুত সম্ভব তিস্তার সমাধান করতে তার সরকারের আন্তরিক আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন। এটি হলে দু’দেশের সম্পর্ক আরও একটি রূপান্তরের মাধ্যমে নতুন পর্যায়ে পৌঁছাবে।’
ইন্ডিয়া ফাউন্ডেশনের আয়োজনে ওই অনুষ্ঠানে ভারতের সাবেক উপপ্রধানমন্ত্রী এল কে আদভানিও উপস্থিত ছিলেন।
এদিকে চার দিনের সফর শেষে বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উদ্দেশে নয়াদিল্লি ছাড়বেন। রাত ৮টা নাগাদ প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে ।