সব

রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় খালেদা জিয়াকে ২৫ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 10th April 2017at 1:46 pm
25 Views

12

ডেস্ক রিপোর্টঃ রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাজির হওয়ার জন্য আগামী ২৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ দিন ধার্য করেন।

বিএনপির চেয়ারপারসনের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। মেজবাহ জানান, আজ ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল।

কিন্তু খালেদা জিয়া আদালতে যেতে পারছেন না বলে সময়ের আবেদন করা হয়। বিচারক ২৫ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলোর মধ্যে রয়েছে মিরপুরের দারুস সালাম থানায় নাশকতার আটটি, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার বিস্ফোরক ও হত্যা আইনের দুটি।


সর্বশেষ খবর