সব

কোটালীপাড়ায় জমি-জমার বিরোধের জের ধরে দু গ্রুপে সংঘর্ষ, আহত ৬

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 12th April 2017at 5:30 pm
47 Views

4

নাইমুল ইসলাম নাইমঃ গোপালগঞ্জের কোটালীপড়ায় রামশীল ইউনিয়নের কাফুলাবাড়ী গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়। জানা যায়, কাফুলাবাড়ীর মৃত হরিহর দাসের ছেলে সুকচান দাস (৬০) এর সাথে, প্রতিবেশী মৃত কালিপদ দাসের ছেলে, নির্মল দাস (৭০) এর দীর্ঘদিন যাবৎ জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

গত ১১ এপ্রিল সন্ধার দিকে নির্মল দাসের ছেলে মাটি শ্রমিক পালাশ দাস (২৭), সুকচান দাসের বাড়ির উপর দিয়ে হেটে যাওয়ার সময়, চোর বলে ডাক দিলে ঘটনার সুত্রপাত ঘটে। এ সময় দু গ্রুপে লোহার রড ও বাশের লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তাতে নির্মল দাস (৭০) তার স্ত্রী শান্তিলতা দাস (৫০) ও তাদের দুই ছেলে পলাশ দাস (২৭), মানিক দাস (১৭) এবং সুকচান দাস (৬০) ও তার ছেলে দেবাশীষ দাস (১৭) আহত হয়। নিহার দাস (৩১) বলেন, আমার বাবা নির্মল দাস ও ভাই পলাশ দাস, রডের আঘাতে গুরুতর আহত হওয়ায়, তাদের উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক খুলনা নিয়ে যেতে বলেছেন। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে।


সর্বশেষ খবর