সব

গাজীপুর শহর কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 11th April 2017at 11:03 pm
87 Views

53

মুহাম্মদ আতিকুর রহমানঃ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গাজীপুর শহর কেমিষ্টস্ধসঢ়; এন্ড ড্রাগিষ্টস্ধসঢ়; (ঔষধ ব্যবসায়ী) সমিতির বার্ষিক সাধারণ সভা, আনন্দভোজ-২০১৭ ও নতুন কমিটি গঠন করা হয়েছে। সভায় মোঃ সাজ্জাত হোসেনকে সভাপতি ও মোঃ লুৎফর রহমান বাবুলকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

১১ এপ্রিল মঙ্গলবার দুপুরে গাজীপুর শহরের ভাওয়াল রাজ বাগান শাকিক আহমেদ বুলবুলের বাগানবাড়িতে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মোঃ আনোয়ার হোসেন বাচ্চু সভাপতিত্ব করেন। মোঃ মাসুদুর রহমান ও মোঃ সেলিম পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আউয়াল, মোঃ বিল্লাল হোসেন, ইসমাইল হোসেন, মোঃ মোজাম্মেল হক, মোঃ জৈনুদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) অনুযায়ী ঔষধ বিক্রয় করার ব্যাপারে একমত পোষন করেন। মধ্যাহ্নভোজের পর সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ২বছর মেয়াদী নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়। নবগঠিত কার্যকরী কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি মোঃ সাজ্জাত হোসেন, সহ-সভাপতি যথাক্রমে শাকিক আহমেদ বুলবুল (মর্ডান ফার্মেসী), মোঃ ইসমাইল সরকার (ইসমাইল ফার্মেসী), মোঃ বাহাউদ্দিন সরকার (গাজীপুর ড্রাগস), মোঃ মাহাবুবুর রহমান নেসার (মনিকা মেডিকেল হল) ও মোঃ আব্দুল ওহাব (আরিফ মেডিকেল হল), সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান (বাবুল) (রহমান ফার্মেসী), সহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম পারভেজ (বিসমিল্লাহ ফার্মেসী), সাংগঠনিক সম্পাদক শ্রী অক্ষয় বিশ্বাস (মা মেডিকেল হল), কোষাধ্যক্ষ হাজী সাদেকুর রহমান কবির (কবির ড্রাগস), দপ্তর সম্পাদক মোঃ মাসুদুর রহমান মাসুদ (পান্না ফার্মেসী), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মোজাম্মেল হক (মাহবুব ফার্মেসী), প্রচার সম্পাদক মোঃ ইকবাল হোসেন (ইকবাল ফার্মেসী), ধর্ম সম্পাদক মোঃ আব্দুল খালেক (আরোগ্য নিকেতন), ক্রীড়া বিষয়ক সম্পাদক শ্রী অমৃত লাল দাস (বাবুল) (মাতৃ ফার্মেসী), সমাজ কল্যাণ সম্পাদক সাইদ আহম্মেদ শাহিন (নিউ লাইফ ফার্মেসী), সাংস্কৃতিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র বর্মন, নির্বাহী সদস্য যথাক্রমে আলহাজ্ব মোঃ মিজানুর রহমান (নাসরিন ফার্মেসী), হাজী মোঃ আনোয়ার হোসেন (বাচ্চু) (লতিফ ফার্মেসী), আলহাজ্ব মোঃ গোলজার এলাহী (হাজী ফার্মেসী), মোঃ সিরাজুল ইসলাম, মোঃ বিল্লাল হোসেন (হাসান মেডিকেল হল) ও মোঃ আল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর শহর কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ১৫০জন সদস্য। পরে দুপুরে এক আনন্দভোজ অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আব্দুল খালেক।


সর্বশেষ খবর