সব

গাজীপুর কারাগারে জঙ্গি মুফতি হান্নান ও বিপুল এবং সিলেটে রিপনের ফাঁসি কার্যকর

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 13th April 2017at 4:27 pm
40 Views

 

12

মুহাম্মদ আতিকুর রহমান: গাজীপুর কারাগারে জঙ্গি মুফতি হান্নান ও বিপুল এবং সিলেটে রিপনের ফাঁসি কার্যকর ১২ এপ্রিল বুধবার রাত ১০ টার দিকে ফাঁসি কার্যকর করা হয়।

হুজি নেতা হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল আলম বিপুলের ফাঁসি কার্যকর করা  হয় কাশিমপুর কারাগারে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান সাংবাদিকদের জানান, রাত ১০টায় মুফতি আবদুল হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল ওরফে বিপুলের ফাঁসি কার্যকর করা হয়।

আর অপর জঙ্গি মুফতি হান্নানের সহযোগী দেলোয়ার হোসেন রিপনের ফাঁসি কার্যকর করা হয় সিলেট কেন্দ্রীয় কারাগারের। সিনিয়র জেল সুপার মোহাম্মদ ছগির মিয়া এ খবর নিশ্চিত করেন।


সর্বশেষ খবর