জঙ্গী নেতা মুফতি হান্নানের দাফন সম্পন্ন
গোপালগঞ্জ প্রতিনিধি- নাইমুল ইসলাম নাইমঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিজ গ্রাম হিরনের পারিবারিক কবর স্থানে, দাফন সম্পন্ন হয়েছে, সাবেক ব্রীটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা, প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা, ২১ আগষ্ট গ্রেনেড হামলা সহ আরও অনেক জঙ্গি হামলা মামলার প্রধান আসামী, জঙ্গীদল হরকাতুল জীহাদের শীর্ষ নেতা, মুফতী আব্দুল হান্নানের।
১২ এপ্রিল দিবাগত রাত ১০.০১ মিনিটে, কশীমপুর কারাগারে ফাসিতে ঝুলানোর মধ্য দিয়ে, রায় কর্যকর করার পর সকল আনুষ্টানিকতা শেষে, আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যদের প্রহরায়, ১৩ এপ্রিল ভোর ৫.১৮ টায় লাশ বাহী এম্বুলেন্স হিরন গ্রামে প্রবেশ করে।
এ সময় অসংখ্যক লোক লাশ দেখতে চাইলেও, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক, শুধু মাত্র পরিবারের সদস্যদের দেখার অনুমতি দিলেও, তড়িঘড়ির কারনে অনেক সদস্য দেখার সুযোগ পায়নি। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে, দ্রুত জানাযা শেষে, ভোর ৫ টা ৪০ মিনিটে, দাফন করা সম্পন্ন হয়। উল্লেখ্য যে, ১২ এপ্রিল তার দাফনের জন্য কবর খুড়ে প্রস্তুত রাখা হয়েছিল।