বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ করলো ঠাকুরগাঁওবাসী
এস. এম. মনিরুজ্জামান মিলনঃ সময়ের পরিক্রমায় আরেকটি বছরকে বরণ করে নিলো ঠাকুরগাঁওবাসী। শুক্রবার (১৪ এপ্রিল) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় আরেকটি বাংলা বছর, ১৪২৪।
জাতি-ধর্ম-বর্ণ-শ্রেণী-নারী-পু
নুতন বছরকে বরণ করতে শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৭ ঘটিকায় নিক্কণ সঙ্গীত বিদ্যালয়ের আয়োজনে ঠাকুরগাঁও জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ সংলগ্ন বটমূলে বর্ষবরণ সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে দিনের যাবতীয় কার্যক্রম শুরু হয়।
এরপর সকাল সাড়ে ১০ টায় ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠ থেকে বের হয় বাঙালি ঐতিহ্য চেতনার অংশ মঙ্গল শোভাযাত্রা। জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে উক্ত শোভাযাত্রায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের পেশাজীবী মানুষ অংশগ্রহণ করে।
বৈশাখী গান আর বাদ্যযন্ত্রের সুরে শোভাযাত্রাটি ঠাকুরগাঁওয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া বিদ্যালয়সমূহ নিজ নিজ প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন আয়োজনে পালন করে বর্ষবরণ উৎসব।