সব

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 17th April 2017at 11:56 am
55 Views

34

স্টাফ রিপোর্টারঃ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধু ভবন ও কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় এবং আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

আজ সোমবার সকাল ৭টায় প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন তিনি।

এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পরে প্রধানমন্ত্রী ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের ভেতরে প্রবেশ করেন এবং সেখানে কিছু সময় কাটান। দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা নিবেদনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ বেগম মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, ওবায়দুল কাদের, ডা. দীপুমনি, ড. হাছান মাহমুদ, এনামুল হক শামীম প্রমুখ।


সর্বশেষ খবর