সব

মিরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 17th April 2017at 12:33 pm
56 Views

4

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর মিরপুরে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরেকজনকে আটক করে পুলিশ। রোববার (১৬ এপ্রিল) গভীর রাতে মিরপুরের ভাসানটেক থানার দেওয়ানপাড়া লোহার ব্রিজের কাছে এ বন্দুকযুদ্ধ হয়।

পুলিশের ভাষ্যে, নিহত মো. সোহেল (৩০) স্থানীয় পিকু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, রোববার গভীর রাতে ভাসানটেক থানার দেওয়ানপাড়া লোহার ব্রিজের কাছে সন্ত্রাসীদের অবস্থান করার খবর পেয়ে গোয়েন্দা পুলিশ অভিযানে যায়।

উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে সোহেল গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় কয়েকজন পালিয়ে গেলেও হিরণ নামে একজনকে আটক করা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।


সর্বশেষ খবর