নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা
উজ্জ্বল রায়ঃ বাংলা নববর্ষকে বরণ করতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়া প্রতিযোগিতা। (১৭ এপ্রিল ২০১৭) তিন-দিনব্যাপী বৈশাখী মেলার সমাপণী দিনে নড়াইলের ব্রাহ্মণডাঙ্গায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়া এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
যশোর, মাগুরাসহ পার্শ্ববর্তী এলাকার ২৫টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে পয়েন্ট ভিত্তিক এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে নড়াইল সদর উপজেলার হৈদেরখো গ্রামের হাবিবুর রহমানের ঘোড়া।
দ্বিতীয় হয়েছে নড়াইলের নওখোলা গ্রামের আকাশ হোসেনের ঘোড়া, তৃতীয় হয়েছে একই গ্রামের লিটনের ঘোড়া এবং ৪র্থ হয়েছে সদর উপজেলার সাধুখালী গ্রামের হাসানের ঘোড়া।
বিজয়ী ঘোড়ার মালিককে যথাক্রমে ৭ হাজার, ৫ হাজার, ৪ হাজার ও ৩ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়র্।,(১৬এপ্রিল) সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইলের নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম কালু, সাবেক চেয়ারম্যান নূরুজ্জামান নূরনবী, নড়াইলের সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাদিয়ার রহমান, মেলা উদযাপন কমিটির সভাপতি তায়জুল ইসলাম প্রমুখ, এ সময় আরো উপস্থিত ছিলেন,( বাংলাদেশ প্রেস এর) নড়াইল জেলা প্রতিনিধি ও নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের পক্ষ পরিচালনা কমিটির সভাপতি মো. হাদিয়ার রহমান, মেলা উদযাপন কমিটির সভাপতি তায়জুল ইসলাম থেকে কে শুভেচ্ছা জানিয়েছে। ।