সব

গোলাম কিবরিয়া দাড়িয়া চেয়ারম্যান নির্বাচিত-গোপালগঞ্জরে কোটালীপাড়ার হিরন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 17th April 2017at 2:53 pm
53 Views

 

36

নাইমুল ইসলামঃ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের নির্বাচন শান্তিপুর্ন ভাবে সম্পন্ন হয়েছে। ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। জেলা ও উপজেলা নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের যৌথ সমন্বয়ে নজির বিহীন নিরাপত্তার মধ্যে দিয়ে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠ ও শান্তিপুর্ন, উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আইন শৃংখলা রক্ষাকারি বাহিনী আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবি সদস্যেদের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন ইলেক্ট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা ছিল নির্বাচনী মাঠে।

সকল কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। তারাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়েষ্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশন, লোহারঅংক সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিরন সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিন হিরন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বর্ষাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুর্ব আশুতিয়া এবতেদায়ী মাদ্রাসা, আশুতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পোলসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র গুলি ঘুরে দেখা গেছে প্রায় সকল ভোট কেন্দ্র গুলোতে পুরুষ ভোটারের থেকে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল বেশী। সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্র গুলিতে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। দুপুরে ভোটার উপস্থিতি কম থাকলেও দুপুর পর থেকে আস্তে আস্তে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। তবে নির্বাচন চলাকালিন সময়ে কোন কেন্দ্রে কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বে-সরকারী ফলাফলের ভিত্তিত্বে জানা যায়, চেয়ারম্যান পদে চশমা প্রতিক নিয়ে ৬,৯৬৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন গোলাম কিবরিয়া দাড়িয়া। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মুন্সী এবাদুল ইসলাম আনারস প্রতিক নিয়ে ৫,৪১৩ ভোট পান।

কোটালীপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসান উদ্দীন জানান, আমাদের হিরন ইউনিয়নের নির্বাচন নিয়ে অনেক জল্পনা-কল্পনা থাকলেও আমাদের সকলের প্রচেষ্টায় শান্তিপুর্ন ভাবে আমরা নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে পেরেছি।

জেলা নির্বাচন কর্মকর্তা মুন্সি ওয়াহিদুজ্জামান জানান, হিরন ইউনিয়নের নির্বাচন নিয়ে অনেক জল্পনা-কল্পনা থাকলেও সকলের প্রচেষ্টায় শান্তিপুর্ন ভাবে নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। উল্লেখ হিরন ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬,২০৭ জন, পুরুষ ৮,৩৪২ জন, মহিলা ৭,৮৬৫জন।


সর্বশেষ খবর