সব

নড়াইলে প্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় জড়িত আ’লীগ নেতাকে আটকের দাবী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 18th April 2017at 11:08 am
41 Views

 

47

উজ্জ্বল রায়ঃ নড়াইল(সোমবার ১৭এপ্রিল) নড়াইলের বড়দিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম কামরুজ্জামান (৫১) কে মারপিটের ঘটনায় জড়িতদের আটকের দাবীতে সমাবেশ ও মানববন্ধন কর্ম সূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি শাখা।

আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্য ভিত্তিতে, জানান সোমবার (১৭এপ্রিল) উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি কে এম রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, অপর শিক্ষক সমিতির সভাপতি আব্দুল জলিল শিকদার, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হাসানুজ্জামান, নড়াইলের পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান,কেটিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আফজাল হোসেন,কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন প্রমূখ। বক্তারা বলেন, প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ রহস্যজনক কারনে আসামীদের আটক করছে না। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ওই শিক্ষককে চাকুরীচ্যুত করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। বক্তারা প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় জড়িত স্থানীয় আ’লীগ নেতা আব্দুর রাজ্জাকসহ তার সহযোগিদের অবিলম্বে আটক ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

পরে ৪০ মিনিট স্থায়ী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষক সমিতি ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষকগণ অংশ গ্রহন করেন। মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন দুপুরে স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি স্বীকার করেছেন। উল্লেখ্য, বিদ্যালয়ে নববর্ষ উদযাপনের জন্য বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক মোল্যা ১২ এপ্রিল সকালে বড়দিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ, বি, এম কামরুজ্জামানের নিকট ১০ হাজার টাকা চাঁদা দাবী করেন। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আব্দুর রাজ্জাক প্রধান শিক্ষককে মারপিট করে গুরুতর আহত করে। বর্তমানে ওই শিক্ষক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মারপিটের ঘটনায় প্রধান শিক্ষক বাদী হয়ে আব্দুর রাজ্জাকসহ তার সহযোগীদের নামে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৩, তাং ১২-৪- ২০১৭। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়।


সর্বশেষ খবর