সব

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটে ভৌত সুবিধা বৃদ্ধিকরণ প্রকল্পের কর্মশালা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 18th April 2017at 11:13 am
45 Views

 

48

মুহাম্মদ আতিকুর রহমানঃ গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ভৌত সুবিধা ও বৃদ্ধিকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল সোমবার সকালে ব্রি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ প্রকল্পের মাধ্যমে গোপালগঞ্জ ও সিরাজগঞ্জে ব্রি’র দুটি নতুন আঞ্চলিক কার্যালয় স্থাপনসহ গাজীপুরে ব্রি’র সদর দফতর ও অন্যান্য আঞ্চলিক কার্য়ালয়ের ব্যাপক উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি ১০টি উচ্চ ফলনশীল ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনসহ প্রতিষ্ঠানের গবেষণা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আরো কিছু উন্নয়ন পরিকল্পনা করা হয়েছে।

এসব কার্যক্রম বাস্তবায়নে প্রায় ২১০ কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। ব্রি’র মহাপরিচালক ডঃ ভাগ্য রানী বণিকের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফজলে ওয়াহেদ খোন্দকার।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা উইংয়ের যুগ্ম প্রধান মোঃ আনোয়ার হোসেন। ব্রি’র পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ডঃ মোঃ শাহজাহান কবীর, ও ব্রি’র পরিচালক (গবেষণা) ডঃ মোঃ আনছার আলীসহ আরো অনেকেই।

কর্মশালায় উপস্থাপিত তথ্য অনুযায়ী প্রকল্পের মূল কার্যক্রমের মধ্যে আরো রয়েছে ফসলের নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে ব্রি উদ্ভাবিত ধানের জাতসমূহ মাঠ পর্যায়ে পৌঁছানো, ল্যাবরেটরি ও গবেষণা মাঠের সুযোগ বৃদ্ধি, দেশে উচ্চ শিক্ষার (পিএইচডি) মাধ্যমে ১০ জন দক্ষ বিজ্ঞানী গড়ে তোলা, এক হাজার ১২৫ জন সম্প্রসারণ কর্মকর্তা ও চার হাজার ৩২০ জন মডেল কৃষককে নতুন প্রযুক্তি হস্তাস্তর বিষয়ে প্রশিক্ষণ প্রদান, ৫০ জন  কর্মকর্তাকে প্রকল্প বাস্তবায়ন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান।

এছাড়া বিজ্ঞানী-কর্মকর্তাদের বৈদেশিক প্রশিক্ষণ ও সফরের সুযোগ বৃদ্ধি, কেন্দ্রীয় গবেষণাগার নির্মাণ, যানবাহন ক্রয় এবং বিদ্যমান অফিস ও গবেষণাগারের উন্নয়ন।  ২০১৬ সালের জুন মাস থেকে প্রকল্পের কাজ শুরু হয়েছে যা ২০২০ সালের জানুয়ারি মাসে শেষ হওয়ার কথা রয়েছে।


সর্বশেষ খবর