গাজীপুরের মৌচাক ইউপি নির্বাচনে আ’লীগ প্রার্থী বিজয়ী
গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৪নং মৌচাক ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। ১৬ এপ্রিল রবিবার সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, সংরক্ষিত আসনে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী গাজীপুর জেলা যুবলীগের সদস্য লোকমান হোসেন (নৌকা) প্রতীক নিয়ে ২৩৯৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কালিয়াকৈর পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ (ধানের শীষ) প্রতীক পেয়েছেন ৮৩৩৫ ভোট।
অন্যান্য বিজয়ীরা হচ্ছেন- সংরক্ষিত ওয়ার্ডের সালমা আক্তার, শাহানাজ আক্তার ও মোসাঃ মাহফুজা বেগম। সাধারণ সদস্যরা হলেন- ১নং ওয়ার্ডের আঃ কদ্দুছ আজাদ, ২নং ওয়ার্ডে মোশারফ হোসেন, ৩নং ওয়ার্ডে আরিফুল ইসলাম, ৪নং ওয়ার্ডে আঃ মান্নান সিকদার, ৫নং ওয়ার্ডে সেলিম সরকার, ৬নং ওয়ার্ডে লাবিব উদ্দিন, ৭নং ওয়ার্ডে আবুল হাসেম, ৮নং ওয়ার্ডে মোশারফ হোসেন ও ৯নং ওয়ার্ডে শহিদুজ্জামান জুয়েল।কালিয়াকৈর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আবুল কালাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।