গাজীপুুরের কালীগঞ্জে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ছয় কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। ১৭ এপ্রিল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তর ও দক্ষিণসোম এলাকার সাতটি পয়েন্টে এ অভিযান চালায় তিতাস গ্যাস টঙ্গী জোনালের ভ্রাম্যমাণ একটি দল।
তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব এ অভিযানে নেতৃত্বে দেন। এ সময় অন্যদের মধ্যে টঙ্গী জোনের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী প্রকৌশলী রিদওয়ানুজ্জামান, সহকারী ব্যবস্থাপক শাহ মোঃ এমদাদ, টেকনেশিয়ান মোঃ মমতাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে দিনব্যাপী অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তর ও দক্ষিণসোম এলাকায় দুই ইঞ্চি বিতরণ লাইনের ২টি ও ১ ইঞ্চি বিতরণ লাইনের ৫টিসহ মোট ৭টি পয়েন্টের ৬ কিলোমিটার এলাকার প্রায় পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ সময় পাঁচ শতাধিক রাইজার, ১ ইঞ্চি পাইপ সাড়ে তিনশ ফুট ও ৩/৪ ইঞ্চি দুইশ ফুট পাইপ জব্দ করা হয়। তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষের এটি একটি চলমান প্রক্রিয়া। অবৈধ গ্যাস সংযোগ থাকা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। তাদের কাছে অবৈধ গ্যাস সংযোগের অনেক তথ্য রয়েছে। সেগুলোতে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে। এর পরে বৈধ লাইন থেকে যারা অবৈধ সংযোগ নিয়েছে সেগুলোও বিচ্ছিন্নের আওতায় আনা হবে।