মালদ্বীপে বাংলাদেশি শ্রমিক আটক
প্রবাস ডেস্ক ঃ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বেশ কয়েকজন শ্রমিককে আটক করেছে মালদ্বীপ কর্তৃপক্ষ।বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে রাজধানী মালের একটি বাজার থেকে তাদের আটক করা হয় বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।খবরে বলা হয়, মালদ্বীপের স্থানীয় বাজারগুলোয় শুধুমাত্র দেশটির নাগরিকদেরই কাজ করার অনুমতি রয়েছে। কিন্তু বেশিরভাগ দোকানেই বিদেশি শ্রমিকদের দেখা যায়।দেশটির অভিবাসন সংস্থার এক কর্মকর্তা স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেছেন, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মালদ্বীপে বসবাসকারী বিদেশিদের ধরতে চলমান অভিযানের অংশ হিসেবেই ওই বাংলাদেশিদের আটক করা হয়েছে।আটকের বিষয়টি মালদ্বীপ কর্তৃপক্ষ নিশ্চিত করলেও ঠিক কতজনকে আটক করা হয়েছে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, মালের ওই স্থানীয় বাজার থেকে অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যমের খবরে আরও জানানো হয়, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অবস্থানকারী বিদেশিদের আটকের পর রাজধানী মালের স্যাটেলাইট শহরতলী হুলহুমালেতে রাখা হয়। পরে সেখান থেকেই তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়