‘কাব সদস্যরা জাতির কর্ণধার বলেন প্রধানমন্ত্রী’
স্টাফ রিপোর্টার ঃ আগামী দিনে জাতির কর্ণধার হিসেবে কাব স্কাউট সদস্যদের যোগ্য হিসেবে গড়ে উঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে স্কাউট সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন,যেকোনো পরিস্থিতিতে দেশকে এগিয়ে নিতে হবে।শনিবার সকালে জাতীয় কাব কাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাব কাম্পুরীর উদ্বোধন করেন তিনি।দেশের আট হাজার স্কুল শিক্ষার্থীর অংশগ্রহণে গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এই কাব স্কাউট কাম্পুরি শুরু হয়।আগামী দিনের দ্বায়িত্ব নিতে শিশুদের দৃঢ়চেতা, সৎ ও চরিত্রবান হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এখন বুড়ি দাদু। আমাদের ভবিষ্যৎ তোমরা। তোমাদের হাতে দেশটাকে দিয়ে যাবো, তোমরাই আগামী দিনে দেশকে পরিচালনা করবে। তোমাদের মধ্য থেকেই আগামী দিনে প্রাধানমন্ত্রী, মন্ত্রী-সচিব হবে।’তিনি বলেন, ‘স্কাউটের মাধ্যমে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ হচ্ছে।’ এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি স্কাউটদের সঙ্গে কথা বলেন।